মোটামুটি সমসাময়িক রেখা এবং শ্রীদেবী। কিন্তু এদের মধ্যে কে সব থেকে বেশি ভালো অভিনয় করেন তা নিয়ে যখন তুলনা আসে সে বিষয়ে ভাবতে হয় সকলকেই। সত্তরের দশকের শেষে রেখা এবং আশির দশকের শুরুতে শ্রীদেবী বলিউডে নজর কাটতে শুরু করেন। আর তখন থেকেই তুলনা আসতে শুরু করে এই দুজনের মধ্যে।
তবে এই দুজনের মধ্যে কার অভিনয় সব থেকে বেশি সাবলীল তা নিয়ে অবশ্য মুখ খুলেছিলেন পরিচালক যশ চোপড়া। তিনি জানিয়েছিলেন, রেখা তার কাছে সেরা। শ্রীদেবীর থেকেও এগিয়ে রেখা। কিন্তু কোথায় কিভাবে এগিয়ে সেই ব্যাখ্যাও দিয়েছিলেন পরিচালক।
যশ চোপড়া জানিয়েছিলেন, রেখা জীবনে অনেক বেশি লড়াই করেছেন। একেবারে শূন্য থেকে শুরু করেছেন তিনি। তামিল অভিনেত্রীর মেয়ে রেখা কখনোই অভিনয়কে পেশা হিসেবে ভাবেননি। মূলত অর্থাভাব থেকেই অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী। তারপর নিজের অভিনয় দক্ষতার গুনে যেভাবে সবরকম ছবিতে অভিনয় করে গেছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে।
অভিনেত্রী স্ট্রাগলের কথা উল্লেখ করে পরিচালক বলেন, রেখার কাজের প্রতি একাগ্রতা ও নিষ্ঠা ছিল চোখে পড়ার মতো। এছাড়াও ১০০ শতাংশ দিয়ে কাজ করতেন রেখা। পর্দায় নিজের চরিত্রগুলিকে অনেক বেশি বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন তিনি। এই সবদিক থেকেই রেখাকেই এগিয়ে রেখেছেন যশ চোপড়া।