সিনেমা

বলিউডে পা দিয়েই বিতর্ক! যশকে আদরে ভরিয়ে দিলেন নুসরত, ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়

টলিউড ছেড়ে এবার বলিউডে পা দিয়েছেন যশ দাসগুপ্ত। রাধিকা রাও ও বিনয় সপ্রু পরিচালিত ‘ইয়ারিয়া ২’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে যশকে। কিন্তু এই ছবি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে ‘ইয়ারিয়া ২’র বিরুদ্ধে। ইতিমধ্যেই থানায় দায়ের হয়েছে অভিযোগ।

তবে এইসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন অভিনেতা যশ। তিনি মজেছেন প্রেমে। স্ত্রীর প্রতি ভালোবাসা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় করলেন এক আদুরে পোস্ট। শেয়ার করলেন ঘনিষ্ট মুহূর্তের ছবি।

নিজেদের ঘনিষ্ট মুহূর্তের ছবি পোস্ট করে যশ ক্যাপশনে লিখেছেন, ‘লাভ ইউ’।ছবিতে যশকে পিছন থেকে জড়িয়ে ধরে মোবাইলে কিছু একটা দেখাচ্ছিলেন নুসরত। যা দেখে যশের মুখে ছিল হাসি, আর হাতে ছিল ‘বেরি’। তাতেই নুসরত লিখেছিলেন, “লাভ ইউ ‘বেরি’ মাচ।”

প্রসঙ্গত, ছবিতে গানের একটি দৃশ্যে কৃপাণ ব্যবহার করা হয়েছে। আর তাই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি তথা এসজিপিসি অভিযোগ তুলেছে, গানের দৃশ্যে শিখ ধর্মের পবিত্র কৃপাণ ব্যবহার করায় সমূহ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগতে পারে। এই নিয়ে জলন্ধরের থানাতে এফআইআর দায়ের করা হয়েছে ইতিমধ্যেই।

Back to top button