একযুগ পরেও একই উন্মাদনা! রণবীর-দীপিকাকে একসঙ্গে পর্দায় দেখেই উচ্ছ্বসিত দর্শকরা

Published on:

একযুগ পরেও একই উন্মাদনা! রণবীর-দীপিকাকে একসঙ্গে পর্দায় দেখেই উচ্ছ্বসিত দর্শকরা

এক দারুন বন্ধুত্বের গল্প বলেছিল ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিটি। পায়ে পায়ে ১১ বছর পূর্ণ করল এই সিনেমা। কিন্তু আজও একই রকম প্রাসঙ্গিক এই ছবি। তাই তো দ্বিতীয় বার হলে এই ছবি মুক্তি পাওয়ার পরেও একইরকম উন্মাদনা লক্ষ্য করা গেল দর্শকদের মধ্যে।

বেশ কিছু সিনেমা থাকে যেগুলো যতবারই দেখা হোক না কেন পুরোনো হয় না। এই ছবিটিও সেইরকমই একটি সিনেমা। দর্শকদের কথা ভেবে ফের একবার বড় পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। মাত্র ৪০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল এই সিনেমা। কিন্তু বিশ্বব্যাপী ৩১৯.৬ কোটি টাকা আয় করেছে এই ছবি।

   
 ⁠

নিখাদ বন্ধুত্ব ফুটিয়ে তোলা লক্ষ্য ছিল সিনেমার মধ্যে দিয়ে তাই পরিচালক অয়ন মুখোপাধ্যায় দীপিকা, রণবীর, কল্কি এবং আদিত্যকে নিয়ে চণ্ডীগড় থেকে মানালি পর্যন্ত গাড়িতে করে যাতায়াত করেন। যাতে এই ছবির শুটিংয়ের আগে টিম বন্ডিং গড়ে তোলা সম্ভব হয়।

  
 ⁠

সিনেমাটি হলে পুনরায় মুক্তি পেতেই দেখা গেছে হলে গিয়ে রীতিমত নাচ গান করে উদযাপনে ভাসছেন, কেউ আবার নস্টালজিক হয়ে পড়ছেন। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সিনেমা হলের মধ্যেই বদতামিজ দিল গানটিতে নাচছেন কয়েকজন বন্ধু মিলে। রীতিমত অন্ধকারেই হইচই বেঁধে গিয়েছে। এই ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, ‘থিয়েটার নয়, ড্যান্স ফ্লোর। গোটা হল ১২ বছর পর ভাইব করছে এই গানে।’

শোনা যায়, এই ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন ক্যাটরিনা। কিন্তু তিনি তখন ধুম ৩ এর প্রস্তাব বেছে নেন। ফলে সেই জায়গায় অভিনয় করেছেন দীপিকা।

আবার শোনা যায়, অদিতি অর্থাৎ কল্কির বরের ভূমিকায় প্রথমে ববি দেওলকে বাবা হয়েছিল। কিন্তু অভিনেতা তখন ইয়ামলা পাগলা দিওয়ানা 2 এর শুটিং করছিলেন। তাই আদিত্যর ভাই অভিনেতা কুণাল রায় কাপুরের কাছে সেই প্রস্তাব যায়।

৩ জানুয়ারি ফের একবার প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পেয়েছে। ভারত এবং যুক্তরাজ্য মিলিয়ে ৪৬ শহরে ১৪০ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবি।