বহুবার বহু বিতর্কে জড়িয়েছে কাজল ও অজয় দেবগণের মেয়ে নিসা। সমালোচিত হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কখনো উদ্যাম পার্টি করে, কিংবা কখনো উল্টোপাল্টা হিন্দি বলে ট্রোলড হয়েছেন নিসা দেবগন। এছাড়াও নানান সময় নানান কারণে সামাজিক মাধ্যমে হাসির খোরাক হয়েছেন তিনি। কিন্তু সবকিছু সামলে নিয়ে একজন আদর্শ মা যেটা করা উচিত তেমনভাবেই মেয়ের পাশে দাঁড়িয়েছেন কাজল। তবে কখনও তেমন ভাবে ছেলে যুগকে নিয়ে কথা বলতে শোনা যায় নি অভিনেত্রীকে। কিন্তু এবার ছেলেকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে কাজল বলেন, তাঁর ছেলে যুগ তখন বেশ খানিকটা ছোট। বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছিল। সেই সময় যুগকে পুজোর জায়গায় এসে বসার জন্য বলা হয়েছিল। কিন্তু তার প্রেক্ষিতে যুগ যা উত্তর দিয়েছিল সেই শুনে অবাক হয়ে গিয়েছিলেন কাজল।
যুগ মায়ের মুখের উপরেই জানিয়েছিলেন, তার ইচ্ছে নেই। এগুলো জোর করে হয় না। যার যদি ইচ্ছে করত তবে সে সেখানে গিয়ে বসত। তাঁর ভেতর থেকেই ভক্তি আসছে না। জোর করে বিশ্বাস অর্জন করা যায় না।
কাজলের মতে, মা হওয়া একটা ফুলটাইম চাকরি। পেরেন্টিং বই হাতে কলমে মা হওয়ার দায়িত্ব শেখাতে পারে। কিন্তু আবেগ দিয়ে মা হওয়া শেখাতে পারবে না।