বিনোদন

শুভশ্রীর মাতৃত্বের ৩ বছর! কীভাবে সেলিব্রেট হল রাজ-পুত্র ইউভানের জন্মদিন?

দেখতে দেখতে তিন বছর পার করে ফেলল রাজ-শুভশ্রীর ছেলে ইউভান। মঙ্গলবার ছিল তার জন্মদিন। আর কদিন পরেই বড় দাদা হবে সে। এদিন ছেলের জন্মদিনের ছবি দিয়ে সেই বিশেষ মুহূর্ত শেয়ার করে নিলেন শুভশ্রী।

কীভাবে কাটল ছোট্ট ইউভানের জন্মদিন? একেবারেই বাড়িতে ঘরোয়া ভাবেই পালন করা হয়েছে ছেলের জন্মদিন। এমনটাই জানিয়েছেন রাজ। ইউভানের কয়েকজন বন্ধু আর ফ্ল্যাটের কিছু আবাসিকদের নিয়েই ছোট করে পালন হয়েছে জন্মদিন।

বাবা মা কী উপহার দিল ছেলে কে? এই প্রসঙ্গে অবশ্য কেউই কিছু না বললেও বাকিদের থেকে কী কী উপহার পেয়েছে তার ছবি অবশ্য পোস্ট করেছেন মা শুভশ্রী। ইউভানকেও দেখা গেল বেশ আনন্দেই কাটাতে। একইসঙ্গে সকলের জানানো শুভেচ্ছাবার্তাও ভাগ করে নিয়েছেন শুভশ্রী।

কদিন আগেই হালিশহরের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন রাজ শুভশ্রী। সঙ্গে গিয়েছিল ছোট্ট ইউভানও। আর সেখানেই খোলা উঠোন পেয়ে মনের সুখে ঘুরে বেরিয়েছে সে। হালিশহরের বাড়ি সবুজে ঘেরা, রয়েছে পুকুর, বাগান। সেই বাগানে বেগুন, ঢ্যাঁড়শ, লঙ্কা গাছ রয়েছে। পুকুরভর্তি মাছও রয়েছে। সেখানেই ছিপ হাতে দেখা গেল এই খুদেকে।

সম্প্রতি ছেলের এক ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, ঝাড়ু হাতে উঠোনের জল পরিষ্কার করছে একরত্তি। আর সেই দেখে হেসেই খুন হয়েছেন রাজ শুভশ্রী। ছেলের এই মজার মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন তারকা দম্পতি।

Back to top button