স্বাধীনতা দিবসে সামিল ‘রাজশ্রী’র ইউভান! একরত্তির ভিডিও দেখে মুগ্ধ নেট দুনিয়া

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় রাজ-শুভশ্রীর ছেলে ইউভান। ছোট থেকেই তার বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তার বাবা-মা। এবারও এক বিশেষ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী। যা দেখে কার্যত মুগ্ধ হয়েছেন সকলে।
স্বাধীনতা দিবসের দিন ছেলের এক ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, সাদা পাঞ্জাবি পরে হাতে জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা দিবস পালন করছে সে। কপালে হাত ঠেকিয়ে স্যালুটও জানিয়েছে একরত্তি৷ ইউভানের এই ভিডিও মন ছুঁয়ে গেছে নেটিজেনদের৷
স্বাধীনতা দিবসের দিন আরবানাকে সাজিয়ে তোলা হয়েছিল ফুলের মালা দিয়ে। ওই চত্বরের মধ্যেই পতাকা উত্তোলন করা হয়। হাজির ছিলেন কম বেশি সমস্ত আবাসিকরা। সেখানেই পতাকা হাতে হাজির হয় ছোট্ট ইউভান। কপালে হাত ঠেকিয়ে স্যালুট জানায়।
সকল দেশবাসীর কাছে এ যেন মহোৎসবের চেয়েও বড় কিছু প্রাপ্তি। এই ভিডিও শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভিডিওয় ব্যাকগ্রাউন্ডে বাজছে রাজি সিনেমার অ্যায় ওয়াতান ওয়াতান মেরে আবাদ রাহে তু-গানটি।
ছোট থেকেই শুভশ্রী এবং রাজ দুজনেই ফ্যানেদের সঙ্গে ইউভানের বেড়ে ওঠার সমস্ত রকম মুহূর্ত শেয়ার করে থাকেন। এবারেও তার ব্যতিক্রম হলো না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছেলের বুদ্ধিমত্তার ভিডিও। এবারেও তার ব্যতিক্রম হল না।