প্ল্যাটফর্মে পা দিয়েই বিপদে বৃদ্ধ দম্পতি! অবশেষে ট্রেন চালকের সহানুভূতিতে হল রক্ষা

Published on:

প্ল্যাটফর্মে পা দিয়েই বিপদে বৃদ্ধ দম্পতি! অবশেষে ট্রেন চালকের সহানুভূতিতে হল রক্ষা

অনেক সময় দেখা যায় সামান্য সময়ের তারতম্যের কারণে প্লাটফর্মে পা রাখা মাত্রই ট্রেন ছেড়ে চলে যায়। সেক্ষেত্রে ট্রেনের পেছনে ছুটে ট্রেন ধরা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এদিকে আবার ট্রেন চলে গেলে পরে ট্রেন কখন আসবে তার জন্য চাতক পাখির মত অপেক্ষা করতে হয়। এমনই এক ঘটনা ঘটেছে এক বৃদ্ধ দম্পতির সঙ্গে। আর তারপর যা হল সেই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে এক বৃদ্ধ দম্পতি প্ল্যাটফর্মে পা রাখা মাত্রই ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে। এদিকে অসহায় বৃদ্ধ দম্পতি দাঁড়িয়ে রয়েছেন প্লাটফর্মে। এরপরে ট্রেন চালককে ইশারা করে ট্রেন থামানোর অনুরোধ করেন ওই বৃদ্ধ দম্পতি।

   
 ⁠

দম্পতির অনুরোধে সাড়া দিয়ে ট্রেন থামিয়ে দেন চালক। বৃদ্ধ দম্পতি ট্রেনের কামরায় ওঠার পরেই চালক ফের ট্রেন চালাতে শুরু করেন। এই ভিডিও দেখে ট্রেন চালকের সবাই প্রশংসা করেছে।

  
 ⁠

ভিডিওটি আপলোড করা হয়েছে ‘ ঝাকাসোলজি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। ৩ লক্ষ ২২ হাজার নেটাগরিক লাভ রিয়েক্ট দিয়েছেন।