বিনোদন

ডিপফেক ভিডিওর শিকার আমির খান! তড়িঘড়ি থানায় ছুটলেন অভিনেতা

রশ্মিকা মন্দনার, কাজল, আলিয়া ভাট, শচীন, বিরাট কোহলির পর এবার আমির খান ডিপফেক ভিডিওর শিকার হলেন। ভাইরাল হল তার এক ভিডিও। আর সেই নিয়েই জোর চর্চা। এই নিয়ে সরব হয়েছেন অনুগামীরা, এমনকি অভিযোগ জানানো হয়েছে থানায়।

   

অনেক দিন থেকেই এই ডিপফেক ভিডিওর রমরমা শুরু হয়েছে। প্রযুক্তির অপব্যবহার করে নানান দুষ্কর্ম করা হচ্ছে। কিছুদিন আগে বলি অভিনেত্রী কাজলের পোশাক পরিবর্তিত দেখানোর দাবি করা একটি ভিডিয়োকে ডিপফেক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভিডিয়োটি ফেসবুক, এক্স এবং ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়েছে।

এবার এই ডিপফেক ভিডিওর শিকার হলেন আমির খান। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে হয়ে প্রচার করছেন তিনি। আমির খানের টিমের দাবি, অভিনেতার মুখ মর্ফ করে ভিডিয়োয় ব্যবহার করা হয়েছে। তিনি এমন কোনও প্রচার ভিডিয়ো শুট করেননি। এই নিয়ে বিজ্ঞপ্তিও দিয়েছে অভিনেতার অফিস। জানানো হয়েছে, তিনি এত বছরের কেরিয়ারে কোনও দিন কোনও রকম রাজনৈতিক দলের হয়ে প্রচার বা তার প্রচারের ভিডিও শুট করেননি।

এদিকে, আমিরের অফিস থেকে অভিযোগ পেতেই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪১৯ (অন্যকে নকল করা), ৪২০ (প্রতারণা) সহ একাধিক ধারায় এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে।

কিছুদিন আগে শচীন টেন্ডুলকারের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তখন তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, প্রযুক্তি ব্যবহার করে এমন ভুয়ো ভিডিও বানানো হয়েছে। তাই এই ভিডিও দেখলে অবশ্যই তার বিরুদ্ধে রিপোর্ট করুন। কোনও অভিযোগ জমা পড়লে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতে হবে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকেও। তাঁদের তরফে কোনও ব্যবস্থা না নিলে এমন ডিপফেক ভিডিও আরও বেশি ছড়িয়ে পড়বে।”

Back to top button