ভারতীয় ইউটিউবারের কাণ্ডে চমকে যাবেন! ভিডিও বানিয়েই তাঁর আয় কত জানেন?

Avatar

Published on:

ভারতীয় ইউটিউবারের কাণ্ডে চমকে যাবেন! ভিডিও বানিয়েই তাঁর আয় কত জানেন?

ফেসবুক ইউটিউবে ভ্লগ করা এখন যেন জলভাত হয়ে গেছে। কিন্তু সেই রকম মানের কন্টেন্ট যদি তৈরি করা যায় তাহলে সেই চ্যানেলের উত্থান যে আকাশচুম্বী হবে তা বলার অপেক্ষা রাখে না। সেই রকমই এক ব্লগারের কথা জানাবো আজ। যাঁর ব্লগের পাশাপাশি আয়ও একবারে চমকে দেওয়ার মতোই।

একজন বিখ্যাত ভারতীয় ইউটিউবার, সামাজিক কর্মী, এবং মেকানিকাল ইঞ্জিনিয়ার ধ্রুব রাঠি। তিনি দেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং পরিবেশগত সমস্যাগুলির উপর ভিডিও বানান। ইতিমধ্যেই তাঁর ১১ মিলিয়ন সাবস্ক্রাইবার।

   
 ⁠

২০১৪ সালে তিনি প্রথম একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন। বিজেপি এক্সপোজড নামে একটি ভিডিও প্রথম বানান তিনি। এরপর ধ্রুব রাঠি শো নামে একটি সিরিজ শো শুরু করেন। সেখানে কেন্দ্রীয় সরকারের সমালোচনামূলক ভিডিও দিতে থাকেন। আর সেই থেকেই শুরু জনপ্রিয়তা। দারুন ভাইরাল হয় সেই ভিডিও।

  
 ⁠

ধ্রুব রাঠী ভ্লগস’ নামে আরেকটি ইউটিউব চ্যানেলও শুরু করে, যেখানে তিনি তার আন্তর্জাতিক ভ্রমণ ভ্লগগুলি শেয়ার করেন। এছাড়াও মহা ভারত নামে স্পটিফাইতে একটি পডকাস্ট হোস্ট করেন।বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, ধ্রুব রাঠীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৭ কোটি। মাসিক উপার্জন ৪৮ লাখ টাকার কাছাকাছি।