দুজনের বয়সের পার্থক্য ২৬ বছর। কিন্তু তাও প্রেম অটুট এখনও। বয়স কোনও ভাবেই বাধা হয়ে দাঁড়ায়নি এই দম্পতির কাছে। দীপঙ্কর দে এবং দোলন রায়, অসম বয়সী জুটি হলেও সুখী জুটি হিসেবেই পরিচিত ইন্ডাস্ট্রিতে। শোনা যায় বিয়ের রাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন হাসপাতালে। হঠাৎ কী হয়েছিল সেদিন?
দোলন রায় এবং দীপঙ্কর দে এক নজির তৈরি করেছেন। ভালোবাসা এবং সম্পর্কের ক্ষেত্রে বয়স যে কোন বাধা হতে পারে না তা প্রমাণ করেছেন তারা। ২০২০ সালে আইনত ও সামাজিকভাবে বিয়ের ছাড়েন এই অসমবয়সী দম্পতি। কিন্তু সেই রাতেই তাকে ভর্তি করতে হয়েছিল হাসপাতালে। এই নিয়ে অনেক কটু কথা শুনতে হয়েছিল অভিনেত্রীকে। অবশেষে এক সংবাদমাধ্যমে তিনি মুখ খুললেন এই প্রসঙ্গে।
দোলন রায় বলেন, সিওপিডি অ্যাটাক হয়েছিল দীপঙ্কর দের। বিয়ের দিন সকাল থেকেই নাকি তিনি অসুস্থ বোধ করছিলেন। কিন্তু কাউকে সে কথা বুঝতে দেয়নি। অভিনেত্রী আক্ষেপ করে জানান আশেপাশে তিনি সেই সময় কাউকে পাননি। হাসপাতালে চালিয়েছিলেন কঠিন লড়াই। এরপর অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দীপঙ্কর বাবু।
অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, “একটা সময় পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তারপর যা হয় মেয়েরাই সব সময় কম্প্রোমাইজ করে। না হলে তো একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। ও তো আমার জীবনে প্রায় প্রথমই। আমি স্যাচুরেটেড হয়ে গিয়েছি। ও হয়তো শেষ বয়সে ওর পারা বা না পারা নিয়ে স্যাচুরেটেড হিয়ে গিয়েছে”।
তিনি বলেন, “কিছুটা মানিয়ে নেওয়া, কারণ মানুষটা ভালবাসাটা এত বেশি যে তখন এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। ওকে এগুলো অনুভব করতে দিইনি। তাতে কি সম্পর্কটা ঠিক থাকবে। আমার কিছু হয়ে গেলে এতটা নার্ভাস হয়ে যায় যে ভুলভাল সব কিছু করে ফেলে।”