অফবিট

রেকর্ড গড়লেন হরিয়ানার শতায়ু ‘তরুণী’! মাত্র দু বছরেই হাসিল ২০০ পদক

যেখানে ইচ্ছে থাকে সেখানে বয়স বা কোনও প্রতিকূলতাই বাঁধা হতে পারে না। এই যেমন হরিয়ানার ১০৬ বছরের বৃদ্ধা এই বয়সে গড়েছেন এক নজিরবিহীন রেকর্ড। মাত্র দু বছরেই হাসিল করেছেন ২০০ টি পদক।

   

হরিয়ানার বাসিন্দা রামবাই। ১০৬ বছর বয়সে তিনি যা কান্ড ঘটিয়েছেন তা দেখে রীতিমত তাজ্জব বিভিন্ন মহল। তাঁকে কুর্নিশ জানিয়েছেন, অভিনেতা আর মাধবন। এছাড়াও বাকিদের শুভেচ্ছা বার্তা তো রয়েইছে। তার উদ্যোগকে প্রশংসা করেছে নেট দুনিয়া।

আসল বিষয়টি হলো, ১০৬ বছর বয়সে ১০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড আগেই গড়েছিলেন রামবাই। এরপর মাত্র দুবছরে ২০০ পদক জিতলেন তিনি।দেরাদুনের জাতীয় অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে তিনটি সোনার পদক জিতে এই নজির ছুঁয়েছেন তিনি।

জানা যায়,পাঞ্জাবের মন কউরকে দেখেই অনুপ্রাণিত হন হরিয়ানার শতায়ু ‘তরুণী’। তার আগে এই দৌড়ের সঙ্গে কোনও রকম সম্পর্ক ছিল না তার। এই অবস্থায় রামবাইকে উৎসাহ যোগান তাঁর নাতনি শর্মিলা। বাড়িতে তৈরি দুগ্ধজাত খাবার আর নিজেদের চাষের সবজি খেয়েই মাঠে নামার শক্তি বাড়াতে থাকেন হরিয়ানার রামবাই।

সোমবার দেরাদুনের ক্রীড়া প্রতিযোগিতার তিনটি ইভেন্টে নেমেছিলেন। ১০০ ও ২০০ মিটার দৌড়ের পাশাপাশি শটপাটেও অংশ নেন তিনি। প্রত্যেকটি ইভেন্টেই সোনা জিতেছেন তিনি। আর এর মধ্যে দিয়েই মাত্র দু’বছরের মধ্যে ২০০টি পদক জেতার রেকর্ড গড়লেন।

৮৫ বছরের বেশি বয়সিদের মধ্যে সবচেয়ে কম সময়ে ১০০ মিটার দৌড় শেষ করেছিলেন। ১০৪ বছর বয়সে নজির গড়েছেন তিনি।২০১৬ সাল থেকে অ্যাথলেটিক্সের ট্র্যাকে নামা শুরু করেন তিনি। তবে দুই বছর আগে থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শুরু করেন।

Back to top button