বিনোদন

অবিবাহিত হয়েও সিঁথিতে সিঁদুর! কার মঙ্গলকামনায় এই কাজ করতেন লতা মঙ্গেশকর?

তিনি সুর সম্রাজ্ঞী। স্বয়ং মা সরস্বতী বিরাজ করতেন লতা মঙ্গেশকরের গলায়। এ সংগীতশিল্পী খুব অল্প বয়সেই শুরু করেছিলেন নিজের ক্যারিয়ার। নিজের পরিবার এবং ভাই-বোনদের দেখাশোনার জন্য খুব ছোট থেকেই পেশাদারী ভাবে গান গাইতে শুরু করেন। আজীবন অবিবাহিত ছিলেন তিনি। কিন্তু তাও তাঁর সিঁথিতে জ্বলজ্বল করত সিঁদুর। কার জন্য সিঁদুর পড়তেন তিনি? এর পেছনে রয়েছে বিশেষ কারণ। যা নিজেই জানিয়েছিলেন তিনি।

   

জানা যায় তার জীবনেও প্রেম এসেছিল। সে প্রেমিকের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। তার সঙ্গে বিয়ে না করতে পারার কারণেই আজীবন অবিবাহিত রয়ে গিয়েছিলেন তিনি। তার এই প্রেমিক হলেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট রাজ সিং দুঙ্গারপুর৷ রাজ সিং দুঙ্গারপুর ও লতা কোনওদিনও বিয়ে করেননি৷

রাজ সিং দুঙ্গারপুর রাজস্থানের রাজ পরিবারের সদস্য৷ তাঁর বাবা চাননি তাঁদের পরিবারে রাজ ঘরনা ছাড়া অন্য কোনও কেউ বউ হয়ে আসুক৷ তাঁর মতে লতা মঙ্গেশকরের মতো সাধারণ পরিবারের মেয়ে তাঁদের পরিবারের পুত্রবধূ হন৷ রাজ সিং দুঙ্গারপুরের বাবা-র নাম ছিল মাহারওয়াল লক্ষ্মণ সিংজি৷ লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের কাছের বন্ধু ছিলেন তিনি।

এক সময় বহুল চর্চিত ছিল তাদের এই প্রেম কাহিনী। এই জুটি বিয়ে করবেন বলেও ঠিক করেছিলেন। কিন্তু রাজ সিং দুঙ্গারপুরের বাবা বিয়েতে রাজি না থাকায় তাদের এই প্রেম আর শুভ পরিণয় সম্পন্ন হতে পারেনি। আর সেই কারণেই আজীবন অবিবাহিত রয়ে গিয়েছেন এই দুই ব্যক্তি।

অনেকেই বলেন, রাজ সিং দুঙ্গারপুরের জন্য সিঁদুর পড়েন তিনি। কিন্তু এই বিষয়টি এড়িয়ে গিয়ে সুর সম্রাজ্ঞী জানিয়েছিলেন, সঙ্গীতকে ভালবেসে, সঙ্গীতের জন্যই সিঁদুর পড়েন তিনি।

Back to top button