সিরিয়াল

‘সুন্দর দেখতে শিশুশিল্পী চাই’! বিজ্ঞাপন দেখে ক্ষুব্ধ ‘মা তারা’ অভিনেত্রী, করলেন প্রতিবাদ

এক সোশ্যাল মিডিয়ার যুগ। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ে কাস্টিং ডিরেক্টরদের নতুন মুখের সন্ধানে বিজ্ঞাপন। সেখানেই উল্লেখ করা থাকে উঠতি অভিনেতা-অভিনেত্রীর উচ্চতা থেকে শুরু করে গায়ের রং কী হবে—সে সবের নিখুঁত বিবরণ দেওয়া থাকে। কিন্তু তাই বলে শিশুশিল্পীদের ক্ষেত্রেও ওই একই ধরনের বিজ্ঞাপন! এদিকে, এই বিজ্ঞাপন দেখেই বেজায় চটলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ পায়েল দে।

   

সম্প্রতি এমনই এক বিজ্ঞাপন দেখে প্রতিবাদে মুখর হলেন তিনি। এই বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন পায়েল। সেখানেই তিনি লিখেছেন, ‘প্রত্যেক শিশুই সুন্দর, তাই ওই যে লেখেন ‘গুড লুকিং চাইল্ড অ্যাক্টর’ দরকার, তা বন্ধ করুন। আগে একজন ভাল মানুষ হন আর তারপর কাস্টিং ডিরেক্টর।”

পায়েল দে

অভিনেত্রী পায়েলের মতে, শিশুদের ক্ষেত্রেও কেন এত সৌন্দর্যের প্রতি অনিবার্য টান? একজন শিশু সুন্দর নাকি অসুন্দর– সেই বিচার করবেনই বা কে? অভিনেত্রীর এই যুক্তিকে সমর্থন করেছেন তাঁর সতীর্থরাও। ঠিক যেমন অভিনেত্রী স্বস্তিকা দে লিখেছেন, ‘আমি সহমত পায়েল দি’। শুধু স্বস্তিকাই নন, সহমত পোষণ করেছেন বাকিরাও। তাঁদের মতে পায়েল যা বলেছেন তা একেবারে সঠিক। এরকম যারা লেখেন, তাঁরা আদপে বিভাজনই তৈরি করে থাকেন।

উল্লেখ্য, অভিনেত্রী পায়েল দে নিজেও একজন মা। তাঁর নিজেরও এক পুত্র সন্তান রয়েছে। অভিনয়ের অফার ইতিমধ্যেই সে পেয়েছে। তবে ছেলেকে লাইমলাইট থেকে দূরেই রাখতে চান তিনি। তবে, ভবিষ্যতে যদি ছেলে চায়, তাহলে আসতে পারে অভিনয় জগতে। তবে, পুরোটাই নির্ভর করছে তার ছেলের ওপর এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। এখন অভিনেত্রী চাইছেন তাঁর সন্তান নিজের শৈশবটা উপভোগ করুক।

ইন্ডাস্ট্রিতে নিজে কখনও অপমানিত হতে হয়েছে তাঁকে? এ নিয়ে আগেই অবশ্য এক সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন তিনি। তাঁর মতে, ‘ইন্ডাস্ট্রি ব্রুটাল বা খারাপ বললে ভুল বলা হবে। এই জগৎ থেকেই তো আমি সব কিছু পেয়েছি। আমার সবকিছু তো এখান থেকেই তৈরি। তবে হ্যাঁ, সাময়িক বিরতি নিয়ে যখন ফিরি, তখন ইন্ডাস্ট্রি থেকে তেমন কিছু পাইনি। কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। আমাকে দেখে অনেকে, অনেকরকম প্রশ্ন তুলেছিল। মা হওয়ার পর আমার শারীরিক গঠন নিয়েও কটাক্ষ শুনেছি।’ এই মুহূর্তে অভিনেত্রী পায়েল দে ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে, মা কালীর ভূমিকায়।

Back to top button