জড়িয়েছেন একাধিক সম্পর্কে, তাও স্ত্রীর মত কাউকে খুঁজে পাননি! ব্যক্তিগত জীবন নিয়ে কী ফাঁস করলেন রতন টাটা?

ভারতীয় শিল্পপতিদের মধ্যে অন্যতম স্বনামধন্য শিল্পপতি রতন টাটা। তার জীবন নিয়ে যারা আগ্রহ কম বেশি সকলেরই হয়েছে। এমনকি তিনি কখন কী বার্তা দেন সেদিকেও তাকিয়ে থাকেন সকলেই। এবার নিজেই তার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক মহিলার সঙ্গে সম্পর্ক হয়েছিল তার। দুজনের মধ্যে সম্পর্ক গড়িয়েছিল অনেক দূর। বিয়েও প্রায় ঠিক।কিন্তু তারপরও বিয়েটা হয়নি। তিনি এরপর অন্য সম্পর্কে জড়ালেও স্ত্রী’র হিসাবে অন্য কাউকে মন থেকে মেনে নিতে পারেন নি।
এই শিল্পপতি আরো বলেন, তখন ১৯৬২ সালে চিন-ভারত যুদ্ধ চলছে। সেই সময় ওই মেয়েটিকে তাঁর বাবা মা ভারতে আসতে দেননি। এদিকে কয়েক যোজন দূরত্ব বেড়ে যাওয়ায় সম্পর্কেও চিড় ধরতে শুরু করে। তবে এর জন্য তাঁর আফসোস নেই বলেও জানান তিনি।
এছাড়া এর পরেও রতন টাটা বহু সম্পর্কে জড়িয়েছেন বলে জানান। কিন্তু কোনও সম্পর্কই টেকেনি। কোনোটিই তার মন মত হয়নি। এমন কাউকে খুঁজে পাননি যাকে তিনি স্ত্রীর জায়গা দিতে পারবেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাই তাঁর আর বিয়েও করা হয়ে ওঠেনি।