সিরিয়াল

শিশু শিল্পীদের দিয়ে কাজ করানোয় জারি এক গুচ্ছ নির্দেশ! চিন্তায় চ্যানেল কর্তৃপক্ষ

বর্তমানে সিরিয়ালে শিশু শিল্পীরা যেভাবে দাপটের সঙ্গে অভিনয় করছে তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। তাদের পাকা পাকা কথা এবং দক্ষ অভিনয় সহজেই মন কাড়ছে দর্শকদের। তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সব দিক সামনে শিশু শিল্পীদের পড়াশোনায় অনেক ক্ষতি হচ্ছে। তাই এবার শিশু শিল্পীদের দিয়ে কাজ করানো নিয়ে বেশ কিছু নির্দেশিকা চালু করা হলো।

   

ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস বেশ কিছু নির্দেশিকা জারি করেছে শিশু শিল্পীদের দিয়ে কাজ করানোর বিষয়ে। জানানো হয়েছে, শিশুদের ৫ ঘন্টার বেশি কাজ করানো যাবেনা। এমনকি ৩ ঘন্টা অভিনয় করার পর প্রয়োজন মত বিরতি দিতে হবে। বর্তমানে যেসব শিশু শিল্পীরা এখানে অভিনয় করছেন।

শিশু শিল্পীদের দিয়ে কাজ করানোয় জারি এক গুচ্ছ নির্দেশ! চিন্তায় চ্যানেল কর্তৃপক্ষ
শিশু শিল্পীদের দিয়ে কাজ করানোয় জারি এক গুচ্ছ নির্দেশ! চিন্তায় চ্যানেল কর্তৃপক্ষ

এই সংগঠনের তরফে আরো জানানো হয়েছে, ধারাবাহিকে যেসব শিশু শিল্পীরা অভিনয় করেন, তারা বড়দের মতোই ৯ ঘণ্টা কাজ করে। তাদের কোনো ছাড় নেই। আর এরফলে তাদের ছোটোবেলাটা বিঘ্নিত হচ্ছে। তাই কোনভাবেই তাদের শৈশব কে বিঘ্নিত করা যাবে না।

এদিকে সংস্থার এই সিদ্ধান্তের পরেই বিপাকে পড়েছেন চ্যানেল কর্তৃপক্ষরা। এই ৫ ঘন্টার নির্দেশিকায় অনেকেই সমস্যায় পড়বে। অনেক ধারাবাহিকের মূল ইউএসপি এই শিশু শিল্পীরা। তবে এখন সংস্থার নির্দেশ মেনে কতটা কাজ গোছাতে পারে চ্যানেল কর্তৃপক্ষ।

Back to top button