বিনোদন

সমাজের মঙ্গলে গুরুত্বপূর্ণ অবদান! বিশেষ পুরস্কারে ভূষিত হচ্ছেন অমিতাভ বচ্চন

নতুন পালক অমিতাভ বচ্চনের সাফল্যের মুকুটে। লতা দীননাথ মঙ্গেশকার পুরস্কার পাচ্ছেন বিগ বি। মঙ্গলবার মঙ্গেশকর পরিবার এমনটাই ঘোষণা করেছে। এই খবরে স্বাভাবিক ভাবেই খুশি তাঁর পরিবার থেকে অনুরাগী মহল।

   

২০২২ সালের ৬ ফেব্রুয়ারি লতা মঙ্গেশকরের প্রয়ানের পর তাঁর পরিবার এবং ট্রাস্ট গায়িকার স্মৃতিতে এই পুরস্কার প্রদানের রীতি শুরু করে। লতা মঙ্গেশকরের বাবা প্রখ্যাত থিয়েটার এবং সঙ্গীতশিল্পী দীননাথ মঙ্গেশকরের মৃত্যু বার্ষিকীতে এই পুরস্কার দেওয়া হয়। মূলত সমাজের মঙ্গলার্থে কাজ করেন এমন ব্যাক্তিকেই এই পুরষ্কার দেওয়া হয়। গতবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।

কিছুদিন আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অমিতাভ বচ্চন। তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয়েছিল কোকিলাবেন হাসপাতালে। জানা গিয়েছিল, পায়ে হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি। তাঁর পায়ে একটি ব্লাড ক্লট সরানোর জন্য এই অস্ত্রোপচার করা হয়। বিকেলে বাড়ি চলে আসেন তিনি।

আবার ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং করতে গিয়েও চোট পান অমিতাভ বচ্চন। পাঁজরে চিড় ধরেছিল তাঁর। পেশীও ছিঁড়ে যায়। সেই অসুস্থতার কথা নিজেই লিখেছিলেন ব্লগে। জানিয়েছিলেন, “হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’-এর শুটিং চলছিল, অ্যাকশন শটের সময় আমি আহত হয়েছি .. পাঁজরের কার্টিলেজ ভেঙে গিয়েছে এবং ডান পাঁজরের পেশী ছিঁড়ে গিয়েছে … শ্যুট বাতিল করা হয়েছিল .. হাসপাতালে সিটিস্ক্যান করা হয়। হায়দরাবাদে এবং বাড়ি ফিরে চলতে থাকে চিকিৎসা … বিশ্রামের পরামর্শ দেন”।

Back to top button