বিনোদন

ছেলে মেয়েকে নিয়ে দেশে ফিরলেন অনুষ্কা! বিমানবন্দরে নেমেই দিলেন বিরাট শর্ত

ছেলের জন্মের আগে থেকেই লন্ডনে ছিলেন অনুষ্কা শর্মা। এরপরেই দ্বিতীয় সন্তান জন্মের পাঁচদিন পর সেই সুখবর দিয়েছেন তিনি। তাঁর সঙ্গে বিরাট কোহলিও ছিলেন সেই দেশেই। তবে আইপিএল এর জন্য কিং কোহলি দেশে ফিরলেও অনুষ্কা ফেরেননি। তবে এবার দেশে ফিরলেন তিনি। এদিকে পাপারাৎজিরা তাঁকে ছেঁকে ধরলে বিশেষ শর্ত দিলেন তিনি।

   

ইতিমধ্যেই তিন বছর পার করেছে ভামিকা। প্লে স্কুলের পাঠ শেষ হয়েছে তার। এবার নার্সারিতে ভর্তি হওয়ার পালা। তাই দেশে ফিরে মেয়েকে স্কুলে ভর্তি করবেন বিরুষ্কা। জানা গিয়েছে, ধীরুভাই আম্বানি স্কুলেই ভর্তি হবে ভামিকা। এই স্কুলে পড়াশোনা করে শাহরুখ পুত্র আব্রাম, আমিরের ছেলে আজাদ, ঐশ্বর্য-অভিষেক কন্যা আরাধ্যা, করিনা কাপুরের পুত্র তৈমুর সকলেই পড়ে। এবার এই তালিকায় যোগ হচ্ছে বিরুষ্কা কন্যার নাম।

ছেলের জন্মের পর এক সাক্ষাৎকারে বিরাট জানান, স্পটলাইট থেকে দূরে লন্ডনে সাধারণ দম্পতির মতো জীবন কাটানোর সুযোগ পান তাঁরা। ছেলে-মেয়েকে নিয়ে সুখে কেটেছে দিন, জানান বিরাট। পিতৃত্বের স্বাদ চুটিয়ে নিচ্ছেন তিনি, জানান কোহলি। ছেলের জন্মের সময় পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন কোহলি।

সোমবার রাতেই দেশে ফিরেছেন তিনি। এদিকে ফটোশিকারীরা তাঁকে ঘিরে ধরলে তিনি বলেন, তিনি আলোচিত্রীদের জন্য সময় নিয়ে পোজ দেবেন, তবে ছেলেমেয়ে যখন সঙ্গে থাকবে না তখন। অকায়ের সঙ্গে বাকিদের দেখা করান কিন্তু ছবি তুলতে বারণ করেন। ফটো গ্রাফাররাও সেই কথা রাখেন।

Back to top button