বিনোদন

আংটি বিক্রি করে মেয়েকে প্রতিষ্ঠিত করেছেন বাবা-মা! এই অভিনেত্রীর জীবন সংগ্রাম চোখে জল আনবে

জীবনে প্রতিষ্ঠা পাওয়ার আগে বহু লড়াই করতে হয় সকলকেই। সেই সঙ্গে লড়াই করতে হয় বাবা মায়েদেরও। অভিভাবকদের ত্যাগ সন্তানদের জন্য তা অনস্বীকার্য। আর এরকমই আরো এক প্রমাণ মিলল খেলনা বাড়ি সিরিয়ালের অভিনেত্রী আরাত্রিকার মা-বাবাকে দেখে। নিজেদের আংটি বিক্রি করে মেয়েকে অডিশনে পাঠিয়েছিলেন তারা।

   

অভিনেত্রী হওয়ার আগের লড়াইটা খুব একটা মসৃণ ছিল না। ঝাড়গ্রামের মেয়ে আরাত্রিকা কলকাতায় আসার কথা ভাবলেও আর্থিক অসঙ্গতি সাধ দিত না। এরমধ্যেই শুরু হয় লকডাউন। চারিদিকে যখন সবকিছু বন্ধ সেই সময় শুরু হয় নতুন লড়াই।

কলকাতায় অডিশনের খোঁজ পাওয়া যায়। কিন্তু চারিদিকে গাড়ি-ঘোড়া বন্ধ থাকায় প্রাইভেট গাড়ি ভাড়া করে আসার মত ক্ষমতা ছিল না আর আরাত্রিকার পরিবারের। ঠিক তখনই তার মা নিজের সোনার আংটি বিক্রি করে তাকে কলকাতায় পাঠায়। সম্প্রতি এই অভিজ্ঞতার কথাই শেয়ার করেছেন অভিনেত্রী।

অভিনেত্রী জানান, “যখন লকডাউন হল তখন তো যাতায়াত করা যাচ্ছে না। ট্রেন বন্ধ, আমাদের তখন এমন সামর্থ্য ছিল না যে গাড়ি করে আসব কলকাতায়। কিন্তু মা, আমায় হেরে যেতে দেয় নি। মায়ের হাতে একটা সোনার আংটি ছিল, সেটা বিক্রি করে মা বাবাকে বলল ওর ইচ্ছে আছে। যাক, অডিশন দিয়ে আসুক”। তবে চিন্তা তখনো কমেনি। মনে আশঙ্কা তৈরি হয়েছিল চান্স না পেলে কি হবে। কিন্তু সেই সমস্ত ভয় কেউ অপেক্ষা করে আর জয় হয়েছে তার।

রানী রাসমণি সিরিয়ালের ছোট্ট একটি চরিত্র দিয়ে শুরু হয়েছিল তার বিনোদন জগতের যাত্রা। সে সময় কোন সংলাপ বলার সুযোগ হয়নি। এরপর জি বাংলার খেলনা বাড়ির সিরিয়ালের দাপিয়ে অভিনয় করেছেন তিনি। আরাত্রিকা এই লড়াইকে কুর্নিশ জানিয়েছে গোটা বাংলা। একইসঙ্গে তার মা-বাবার লড়াইকেও শ্রদ্ধা জানিয়েছেন সকলে।

Back to top button