ভাইরাল

অবিশ্বাস্য দামে মন ভরা খাবার! জানুন নন্দিনীর হোটেলের খাবারের দাম

ডালহৌসি চত্বরে কয়লা ঘাটের কাছে একটি পাইস হোটেল। বাবা মা মেয়ে মিলে চালায় সেই হোটেল। আর এতেই রাতারাতি সেলিব্রেটি বনে গিয়েছেন নন্দিনী। তিনি এখন স্মার্ট দিদি। তার গল্প লোকের মুখে মুখে ফেরে। রান্না থেকে খাবার পরিবেশন বলতে গেলে সব টাই করেন একা হাতে। জানেন কি তাঁর হোটেলের মেনুতে কী কী আছে? আর কতই বা তার দাম?

   

সম্প্রতি দেখা যাচ্ছে নাকি নন্দিনীর হোটেলের খাবারের দাম অন্যান্য হোটেলের দামের তুলনায় দ্বিগুণ। আর তাতেই সেই হোটেলে কেউ খেতে যাবেন কিনা তাই নিয়ে দুবার ভাবছেন গ্রাহকরা। কিন্তু আদতেও কি তাই?

এই হোটেলে ভেজ থালি পাওয়া যায় ৩০ টাকায়। তাতে থাকে, ভাত, ডাল, আলু ভাতে, সবজি। ৫০ টাকার ভেজ থালিও রয়েছে। তাতে দু রকম ভাজা বেশি থাকে।

এছাড়াও রয়েছে চারাপোনা থালি (৭০ টাকা) : ভাত, ডাল, আলু ভাতে, সবজি, একটা ভাজা, মাছের ঝোল।

কাতলা থালি (৮০ টাকা ) : ভাত, ডাল, আলু ভাতে, সবজি, একটা ভাজা, মাছের ঝোল।

চিকেন থালি (১০০ টাকা) : ভাত, ডাল, আলু ভাতে, সবজি, একটা ভাজা, চিকেন।

মাটন থালি (২০০ টাকা) : ভাত, ডাল, আলু ভাতে, সবজি, একটা ভাজা, মাটন।

এছাড়াও পাওয়া যায়, পোলাও ও চিকেন কষা দাম ১৫০ টাকা। সকাল ১১ টা থেকে শুরু হয় খাওয়া দাওয়া তা চলে দুপুর ৪ টে পর্যন্ত। তবে ৪ টের পরে গেলে সেখানে কিছুই পাওয়া যাবেনা।

প্রসঙ্গত, তাঁকে নিয়ে বিতর্কও রয়েছে প্রচুর। লকডাউনে চাকরি ছেড়ে এসে বাবা মায়ের পাশে দাড়ান। নিজের হাতে তুলে নেন হোটেলের দায়িত্ব। সেই থেকে শুরু। এরপর তাঁর এই লড়াইয়ের গল্প একদিন এক ব্লগারের তুলে ধরেন স্যোশাল মিডিয়ায়। সেখান থেকেই রাতারাতি ভাইরাল হয়ে যান ‘স্মার্ট দিদি’ নন্দিনী। এখন তাঁর দোকানের সামনে রোজই লেগে থাকে ব্লগারদের ভিড়।

Back to top button