সিনেমা

কপালে তিলক, গলায় রুদ্রাক্ষের মালা! প্রকাশ্যে প্রসেনজিতের ভবানী পাঠকের লুক

গেরুয়া বসনে ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেবী চৌধুরানী ছবিতে ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে তাঁকে। আজ থেকে শুরু করলেন শুটিং। তার আগেই নিজের লুকের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতা।

   

কপালে রক্ততিলক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় বাঁধা লাল কাপড়ের ফেট্টি। মুখে ‘জয় ভৈরবী’ ধ্বনি। নিজের এই ছবিই এদিন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

অনেক দিন আগেই প্রকাশ্যে এসেছিল দেবী চৌধুরানীর ফার্স্ট লুক। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মোট তিনটি লুক এবং অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, বিবৃতি চ্যাটার্জী, দর্শনা বণিক, কিঞ্জল নন্দর লুকও প্রকাশ্যে আনা হয়েছে। আর এই ফাস্ট লুক দেখে প্রশংসার বন্যা বয়ে গিয়েছিলো।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস নিয়ে পরিচালক শুভ্রজিৎ মিত্র ছবি তৈরি করছেন। মূলত বীরভূম, ঝাড়খণ্ড, পুরুলিয়া, বিহার ও কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে হবে শ্যুটিং।

পরিচালক জানিয়েছিলেন এক বছর আগে থেকে প্রোডাকশনের কাজ চলছিল। অনেকে লার্জ ক্যানভাসে এই ছবি শুট করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তবে আসল চমক রয়েছে তার দেবী চৌধুরানী হয়ে ওঠার পরের সাজে। এই সাজে একেবারেই অনবদ্য লাগছে শ্রাবন্তীকে। কপালে তিলক, হাত তীর-ধনুক-তরোয়াল। গলায় রুদ্রাক্ষের মালা। পাট আর গাছের বাকল দিয়ে চটি পরানো হয়েছে। গায়ে জড়ানো রয়েছে পাটের বর্ম।

অন্যদিকে এই ছবিতে অর্জুন চক্রবর্তীকে দেখা যাবে রঙ্গরাজের ভূমিকায়। তাঁর মাথায় জটা, মুখে লম্বা দাড়ি। খাটো করে পরানো হয়েছে ধুতি। গলায় দেওয়া রুদ্রাক্ষের মালা। গায়ে মাখানো হয়েছে ভষ্ম। কাঁধে ধনুক। দু হাতে রয়েছে দুটি খোলা তরোয়াল। প্রফুল্লর শ্বশুর হরবল্লভ রায়ের চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী।

Back to top button