বিনোদন

বাবা এই পকেটে, মা এই পকেটে! হঠাৎ সানাকে নিয়ে এমন মন্তব্য কেন করলেন সৌরভ?

বাবার মত বিদেশের মাটিতে গিয়ে দেশের নাম উজ্জ্বল করেছে মেয়েও। আর মেয়ে সানা গাঙ্গুলীর সাফল্যে গর্বিত তাঁর বাব সৌরভ গাঙ্গুলিও। লন্ডনে গ্লোবাল ইউনিভার্সিটি থেকে দারুন রেজাল্ট নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছে সানা। এবার সেখানে নতুন কাজেও যোগ দিয়েছে সে। মেয়েকে দারুন মিস করেন মহারাজ। আর তাই তো কথায় কথায় খালি উঠে আসে মেয়ের প্রসঙ্গ।

   

দাদাগিরির মঞ্চে এক প্রতিযোগী তাঁর বাবার কথা বলতে থাকেন। তখনই সৌরভ বলেন, “ভীষণ মিষ্টি,ভীষণ চালাক। বাবা এই পকেটে, মা এই পকেটে।” এরপরেই ছোটবেলার স্মৃতি রোমন্থন করেন মহারাজ। সানা যখন একরত্তি ছিল সেই কথা মনে করে তিনি বলেন, “যখন ও জন্মায়, আমি ওকে কোলে নিতে ভয় পেতাম। খাটে বসে তারপর কোলে নিতাম”।

উচ্চশিক্ষার জন্য লন্ডনের গ্লোবাল ইউনিভার্সিটিতে অর্থনীতি নিয়ে ভর্তি হয়েছিল সানা গাঙ্গুলি। মেয়েকে দুর দেশে রেখে এসে মন খারাপ ছিল মহারাজের। তাই সময় পেলেই মেয়ের সঙ্গে দেখা করতে সেখানে উড়ে যেতেন তিনি। মেয়ের সাফল্যে মা-বাবা হিসাবে সেখানে উপস্থিত ছিলেন সৌরভ-ডোনা।

গত বছর জন্মদিনে লন্ডনে গিয়ে প্রকাশ্য রাস্তায় দেদার নাচ করেছিলেন সৌরভ গাঙ্গুলি। লন্ডন আইয়ের সামনে দাদা বিন্দাস নাচানাচি করছিলেন যা দেখে সকলেই দারুণ মজা পেয়েছিলেন৷ কিন্তু বাবার এই কাজ মোটেই পছন্দ করেননি সানা।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল, রাস্তাতেই মুখে হাত ঢাকা দিয়ে বসে পড়েন সানা৷ কিন্তু সৌরভ নাচ তো থামানইনি বরং মেয়েকেও টেনে নিয়ে নাচতে শুরু করেন সেই রাতে।

এদিকে জীবনের প্রথম বেতন পেয়েই বাবাকে উপহার দিতে উদ্যোগী হয়েছিল সানা। এই প্রসঙ্গে সৌরভ বলেছিলেন, “আসলে এই মাসেই প্রথম মাইনে পেয়েছে ও। আসলে দূরে থাকে তো। আমাকে ফোন করে বলল, তোমায় এই গিফটটা দেব। আমি জিজ্ঞেস করলাম দাম কত? এমন দাম শোনাল, আমি বললাম আমার লাগবে না। তোমার প্রথম রোজগার তুমি জমাও। আসলে ছেট মানুষ তো ভেবেছে বোধহয় বাবাকে উপহার দতে গেলে অনেক দামী কিছু দিতে হয়। নাহলে বাবা খুশি হয় না। আমি বললাম আমাকে সামান্য কিছু দিও, তাতেই আমি খুশি”।বাবার মত বিদেশের মাটিতে গিয়ে দেশের নাম উজ্জ্বল করেছে মেয়েও। আর মেয়ে সানা গাঙ্গুলীর সাফল্যে গর্বিত তাঁর বাব সৌরভ গাঙ্গুলিও। লন্ডনে গ্লোবাল ইউনিভার্সিটি থেকে দারুন রেজাল্ট নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছে সানা। এবার সেখানে নতুন কাজেও যোগ দিয়েছে সে। মেয়েকে দারুন মিস করেন মহারাজ। আর তাই তো কথায় কথায় খালি উঠে আসে মেয়ের প্রসঙ্গ।

দাদাগিরির মঞ্চে এক প্রতিযোগী তাঁর বাবার কথা বলতে থাকেন। তখনই সৌরভ বলেন, “ভীষণ মিষ্টি,ভীষণ চালাক। বাবা এই পকেটে, মা এই পকেটে।” এরপরেই ছোটবেলার স্মৃতি রোমন্থন করেন মহারাজ। সানা যখন একরত্তি ছিল সেই কথা মনে করে তিনি বলেন, “যখন ও জন্মায়, আমি ওকে কোলে নিতে ভয় পেতাম। খাটে বসে তারপর কোলে নিতাম”।

উচ্চশিক্ষার জন্য লন্ডনের গ্লোবাল ইউনিভার্সিটিতে অর্থনীতি নিয়ে ভর্তি হয়েছিল সানা গাঙ্গুলি। মেয়েকে দুর দেশে রেখে এসে মন খারাপ ছিল মহারাজের। তাই সময় পেলেই মেয়ের সঙ্গে দেখা করতে সেখানে উড়ে যেতেন তিনি। মেয়ের সাফল্যে মা-বাবা হিসাবে সেখানে উপস্থিত ছিলেন সৌরভ-ডোনা।

গত বছর জন্মদিনে লন্ডনে গিয়ে প্রকাশ্য রাস্তায় দেদার নাচ করেছিলেন সৌরভ গাঙ্গুলি। লন্ডন আইয়ের সামনে দাদা বিন্দাস নাচানাচি করছিলেন যা দেখে সকলেই দারুণ মজা পেয়েছিলেন৷ কিন্তু বাবার এই কাজ মোটেই পছন্দ করেননি সানা।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল, রাস্তাতেই মুখে হাত ঢাকা দিয়ে বসে পড়েন সানা৷ কিন্তু সৌরভ নাচ তো থামানইনি বরং মেয়েকেও টেনে নিয়ে নাচতে শুরু করেন সেই রাতে।

এদিকে জীবনের প্রথম বেতন পেয়েই বাবাকে উপহার দিতে উদ্যোগী হয়েছিল সানা। এই প্রসঙ্গে সৌরভ বলেছিলেন, “আসলে এই মাসেই প্রথম মাইনে পেয়েছে ও। আসলে দূরে থাকে তো। আমাকে ফোন করে বলল, তোমায় এই গিফটটা দেব। আমি জিজ্ঞেস করলাম দাম কত? এমন দাম শোনাল, আমি বললাম আমার লাগবে না। তোমার প্রথম রোজগার তুমি জমাও। আসলে ছেট মানুষ তো ভেবেছে বোধহয় বাবাকে উপহার দতে গেলে অনেক দামী কিছু দিতে হয়। নাহলে বাবা খুশি হয় না। আমি বললাম আমাকে সামান্য কিছু দিও, তাতেই আমি খুশি”।

Back to top button