বেনারসিতে লাল টুকটুকে কনে বউ! তবে কি এবার ছাদনা তলায় যাচ্ছেন দিব্যজ্যোতি-স্বস্তিকা?

টানটান উত্তেজনায় ভরপুর অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। সিরিয়ালের প্লট তো ঠিকই আছে। কিন্তু বদলে যাচ্ছিল সূর্য ও দিপার রিয়েল লাইফের বন্ধুত্বের সমীকরন। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে অনফলো করেছিল। কিন্তু এবার সেই সমস্যা মিটেছে। আবার মিল হল দুজনের। একে অপরের জন্মদিনে শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন। এবার ইনস্টাগ্রামে লাল টুকটুকে বউ সেজে ছবি দিলেন স্বস্তিকা। তাহলে কি খুব শিগগিরই ছাদনা তলায় যাচ্ছেন দিব্যজ্যোতি-স্বস্তিকা?
অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে, একেবারে লাল টুকটুকে কনে বউয়ের মত সেজেছেন তিনি। মাথায় মুকুট, পরনে লাল বেনারসি। গলায় মালা, সঙ্গে মানানসই মেকআপ। ছবি পোস্ট হতেই মুহূর্তেই তা ভাইরাল হয়েছে।
বিয়ের সাজে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, গীতবিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি। আর তার এই ছবি দেখে কার্যত মুগ্ধ অনুরাগী মহল। ছবি দেখে একজন কমেন্টে লিখেছেন, “তোমার এই ছবিটা তো দিব্যদার ইনস্টা স্টোরিতে দেখলাম”।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছিলেন দিব্যজ্যোতি দত্ত ও স্বস্তিকা ঘোষ। জুন মাসেই একবার খবর রটেছিল যে তাদের সম্পর্কে চিড় ধরেছে। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা অভিনেত্রী উভয়েই।
এমনকি গুজব রটেছিল তাঁরা প্রেম করছেন বলে। যদিও এই বিষয়টাকে কখনও গুরুত্ব দেননি কেউই। এখন পর্দায় তাঁদের সম্পর্কের টালমাটাল দর্শকরা উপভোগ করলেও রিয়েলে দিব্যজ্যোতি-স্বস্তিকার সম্পর্কের অবনতি মোটেই মেনে নিতে পারছিলেন না অনুরাগীরা। তবে এখন আবার এই দুজনের মিল হয়ে যাওয়ায় দারুন খুশি অনুরাগীরা।
এদিকে, স্বস্তিকার জন্মদিনে আবেগপূর্ণ পোস্ট করলেন অভিনেতা। ছবি দিয়ে জানালেন শুভেচ্ছা বার্তা। ঠিক রাত ১২টায় উইশ করেছেন তিনি। ছবি শেয়ার করে দিব্যজ্যোতি লেখেন, “ব্যক্তিগত নতুন বছরের শুভেচ্ছা। সমস্ত ইচ্ছে ও আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়। আরও ৩৬৫ দিনের জার্নি প্রথম দিনটা যেন ভাল কাটে। সব ইচ্ছে যেন পূর্ণ হয়। খুশি থেকো। খুব ভাল থেকো।” পাল্টা জবাব দিয়েছেন স্বস্তিকাও।