বিনোদন

শিশুকন্যাকে হারিয়ে মঞ্চে ফুঁপিয়ে কেঁদে উঠলেন অ্যালবার্ট! এখন কোথায়, কী করছেন এই গায়ক?

‘সারেগামাপা’য় মন জয় করেছিলেন কালিম্পংয়ের ভূমিপুত্র অ্যালবার্ট কাবো। সম্প্রতি তিনি হারিয়েছেন তাঁর শিশুকন্যাকে। হঠাৎ এই খবরে হতবাক হয়েছিল সবাই। এই খবর শুনে শোকের ছায়া নেমে এসেছিল তার অনুরাগী মহলে। এবার সেই শোক সামলে নিয়ে ফের মঞ্চে ফিরলেন গায়ক। তবে মঞ্চে ফিরেই ফের কান্নায় ভেঙে পড়লেন তিনি।

   

২৬ অগাস্ট থেকে শুরু হয়েছে সারেগামাপা হিন্দির নয়া সিজন। ওই শো-র মঞ্চে দেখা গেল কালিম্পঙের কাবোকে। বিচারকের আসনে রয়েছেন অনু মালিক, হিমেশ রেশমিয়া এবং নীতি মোহন। মঞ্চে এসেই বডিগার্ড ছবির ‘আই লাভ ইউ’ গান গেয়েছেন কাবো।

গান শেষ করেই কাবো বলেন, “আমি এ বছর একেবারেই আসতে চাইনি।” এরপরেই নীতি মোহন প্রশ্ন করেন, “কেন আসতে চাননি শুনি?” বিচারকের প্রশ্নে ফুঁপিয়ে কেঁদে ওঠেন অ্যালবার্ট কাবো। খুলে বলেন গোটা ঘটনা। সেই কথা শুনে কেঁদে ফেলেন বিচারকরাও।

প্রসঙ্গত, জানা যায়, জন্ম থেকেই অসুস্থ ছিল কাবোর ছোট্ট কন্যা ইভলিন। এ কথা আগেই জানিয়েছিলেন গায়ক। হৃদযন্ত্রের সমস্যা ছিল। শুধু হৃদযন্ত্রের সমস্যাই নয়, আরও অনেক সমস্যা ছিল তাঁর। পরিবার প্রথম থেকেই সুস্থ করার আপ্রাণ চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। অবশেষে মাত্র সাড়ে আট মাস বয়সেই না ফেরার দেশে পাড়ি দেয় এই একরত্তি।

সোশ্যাল মিডিয়ায় নিজের শিশুকন্যার মৃত্যু সংবাদ জানিয়েছেন অ্যালবার্ট কাবো। মেয়ের সঙ্গে তাঁর নিজের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন কাবো৷ ছবির ক্যাপশনে লেখেন ‘‘পর্ব শেষ হয়েছে, তবে যাত্রা শেষ হয়নি এখনও৷ আমাদের জীবনে এখনও পর্যন্ত সুমধুরতম গান গেয়েছো তুমি৷ ধ্রুবতারা হয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে যেয়ো বরাবর৷ অন্য দেশে ভাল থাকো৷ শান্তিতে বিশ্রাম নাও ইভলিন লেপচা৷’’

Back to top button