অফবিট

B TECH পাশেও জোটেনি চাকরি! চা বিক্রি করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান ইঞ্জিনিয়ার তরুণী

পেশার খাতিরে মানুষকে কত কিছুই না করতে হয়। তবে সেই কাজ যদি ভালোবেসে করা যায় তাহলে তার মধ্যে তেমন লজ্জার কিছু থাকে না। এবার বিটেক পাস করে চা বিক্রি করছেন এক ইঞ্জিনিয়ার তরুণী। সম্প্রতি এমনই এক কাহিনী ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

   

ফরিদাবাদের ভার্তিকা সিং বিটেক পাস করেছেন। কিন্তু চাকরি মেলেনি। তাই অভাবের সংসারের হাল ধরতে চা বিক্রির পথকে বেছে নিয়েছেন তিনি। আর এই চা বিক্রি করে দারুন জনপ্রিয় হয়েছেন এই তরুণী। বহুদূরান্ত থেকে তার কাছে চা খেতে আসেন মানুষ।

লেবু চা বিক্রি করেন ১০ টাকায়। আর স্পেশাল চায়ের দাম কুড়ি টাকা। বিটেক পাস করে চাকরির খোঁজ করেছিলেন কিন্তু চাকরি না মেলায় নিজের ব্যবসায়ই শুরু করতে চেয়েছিলেন তিনি। তাই ছোট্ট চায়ের দোকান থেকেই শুরু করেন স্টার্টআপ। দোকানের নাম দিয়েছেন B TECH CHAIWALI। বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে দোকান।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দারুন প্রশংসা পেয়েছেন ওই তরুণী। তারই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই শুভকামনা জানিয়েছেন তাকে। তবেই নতুন নয় এর আগেও একজন অর্থনীতিতে স্নাতক মহিলা বিহারের পাটনায় চায়ের দোকান দিয়েছিলেন।

Back to top button