বিনোদন

আমি তো আছি… কারোর বাবার ইন্ডাস্ট্রি নয়! বলিউডের অন্দরের খবর নিয়ে বিস্ফোরক বিদ্যা

বরাবরই সাহসী দৃশ্যের অভিনয় করে তাক লাগিয়েছেন বিদ্যা বালান। বারবার ধরা পড়েছে তার উন্মুক্ত শরীরের ছবি। এবার বলিউডের নেপোটিজম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। বিস্ফোরক কথা বললেন তিনি।

   

বিদ্যা বালান অভিনীত অন্যতম ছবি দ্য ডার্টি পিকচার। ২০১১ সালের এই ছবি যথেষ্ট হিট হয়েছিল। দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিথ, বোল্ড ছবির জন্যই তিনি পরিচিত। তারই বায়োপিক ‘দ্য ডার্টি পিকচার’। এরপরেও একাধিক ছবিতে ঝড় তুলেছেন তিনি।

এক আলোচনা চক্রে যোগ দিয়ে তিনি বলেন, “নেপোটিজম থাক বা না থাক, আমি তো আছি এখানে। কারও বাপের ইন্ডাস্ট্রি নয়, তেমন হলে তো সব বাবার ছেলে আর সব বাবার মেয়েই সফল হয়ে যেত”।

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পুরুষতান্ত্রিক বলিউডও। এই বিষয়টিকেও কার্যত নস্যাৎ করে দিয়েছেন বিদ্যা। বলেন, “আমার তো মনে হয় না নায়করা বিদ্যা বালানের ছবি বা কোনও নারীপ্রধান সিনেমায় অভিনয় করতে চাইবেন। সত্যি কথা বলতে কি এটা তাঁদের ক্ষতি। কারণ ওঁদের থেকে আমাদের সিনেমা বেশি ভালো হয়। ওঁরা তো সব ফর্মুলা নির্ভর সিনেমা করছে। মহিলাদের সিনেমা তার থেকে অনেক বেশি এক্সাইটিং হয়। অবশ্য, মানুষজন প্রশংসা করেন কিন্তু পুরুষ অভিনেতারা নারীকেন্দ্রিক সিনেমা নিয়ে অস্বস্তিতে থাকেন। আমার মনে হয় না তাঁরা চাইবেন যে কেউ জায়গাটা নিয়ে নিক। কিন্তু এতে আমার খারাপ লাগে না। যদি ওঁরা এমন মনে করে আমি কী করতে পারি”।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘দো অউর দো পেয়ার’ ছবির পোস্টার। এই ছবিতে বিদ্যা ছাড়াও রয়েছেন প্রতীক গান্ধী, ইলিয়ানা ডিক্রুজ, সেন্দিল রামমূর্তি। পরিচালক শীর্ষ গুহঠাকুরতা। এটাই তাঁর প্রথম ছবি। আগামী ১৯ এপ্রিল মুক্তি পাবে ‘দো অউর দো প্যায়ার’।

Back to top button